চীন ভ্রমণে নাগরিকদের ওপর উচ্চ সতর্কতা জারি করেছে কানাডা

আন্তর্জাতিক ডেস্কঃ চীন ভ্রমণে নাগরিকদের ওপর উচ্চ সতর্কতা জারি করেছে কানাডা। সম্প্রতি মাদক পাচারের অভিযোগে কানাডার এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। তারপরেই দেশটিতে সফরে নাগরিকদের ওপর সতর্কতা জারি করা হলো।

কানাডীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেয়ার ঘটনায় এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সরকার হিসেবে এটা আমাদের জন্য খুবই উদ্বেগের। একই সঙ্গে আমাদের আন্তর্জাতিক বন্ধু এবং মিত্র দেশগুলোর জন্যও এটা উদ্বেগজনক হওয়া উচিত যে, চীন নিজেদের ইচ্ছামত মৃত্যুদণ্ড দেয়া শুরু করেছে।

ইচ্ছাকৃতভাবে স্থানীয় আইন প্রয়োগের ঝুঁকির কথা মাথায় রেখেই চীন সফরে সতর্কতা জারি করেছে কানাডা। একই সঙ্গে দেশটির তরফ থেকে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, যে কোন সময় নিরাপত্তা পরিস্থিতি বদলে যেতে পারে। তাই চীনে সফর করার সময় বাড়িত সতর্কতা অবলম্বণ করা উচিত।

সোমবার রবার্ট লিওড শেলেনবার্গ নামের এক কানাডীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেন চীনের একটি আদালত। এর আগে ২০১৮ সালে মাদক পাচারের চেষ্টার অভিযোগে তাকে ১৫ বছরের কারাদাণ্ড দিয়েছিল একটি নিম্ন আদালত। আপিল আদালত সোমবার এক রায়ে বলেছে, অপরাধের তুলনায় তার আগের শাস্তি অনেক নমনীয় ছিল।

চীনা টেলিকম কোম্পানি হুয়াওয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা মেং ওয়াংঝুকে গ্রেফতারের ফলে কানাডার সঙ্গে চীনে কূটনৈতিক টানাপড়েন শুরু হয়। শেলেনবার্গের মৃত্যুদণ্ডের ঘটনায় তা আরো তীব্র আকার ধারণ করেছে। ইরানের ওপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে মার্কিন সরকারের অনুরোধে ওয়াংঝুকে গ্রেফতার করেছিল কানাডার পুলিশ। এর আগে আরও দুই কানাডীয় নাগরিককেও আটক করেছে চীন।