চীন-যুক্তরাষ্ট্রের জিডিপি কমার পূর্বাভাস!

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের শীর্ষ অর্থনীতির দুই দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি কমিয়ে নতুন করে পূর্বাভাস দিয়েছে ৩৮টি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়ন বিষয়ক সংস্থা- ওইসিডি।

সংস্থাটি বলছে, চলতি বছর মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৬, আগামী বছর ৩ দশমিক ৭ এবং ২০২৩ সালে ২ দশমিক ৪ শতাংশ হবে।

এর আগে ২০২১ সালের জন্য এ প্রবৃদ্ধি ৬ ও ২০২২ সালের জন্য ৩ দশমিক ৯ শতাংশ হবে বলে ধরা হয়েছিল। আগের চেয়ে কিছুটা কমিয়ে এবার সংস্থাটি ২০২১ ও ২০২২ সালের জন্য চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে যথাক্রমে ৮ দশমিক ১ ও ৫ দশমিক ১ শতাংশ।

বিভিন্ন দেশে করোনা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ঋণ দেওয়ার উচ্চ প্রবণতার কারণেই প্রবৃদ্ধি কিছুটা কমিয়ে পূর্বাভাস দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।