ক্রীড়া ডেস্ক : গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হচ্ছে এ সপ্তাহেই। বড় কোনো তারকা খেলোয়াড়কে না নেওয়ায় শিবিরে থাকা খেলোয়াড়দের মেয়াদ বাড়াতে আগ্রহী লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনা।
এ জন্য ক্যাম্প ন্যুতে থাকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং ইভান রাকিটিচের সঙ্গে চুক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ক্লাবটি।
বার্সেলোনায় খেলোয়াড়দের চুক্তি বাড়ানো নিয়ে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর আলবার্ট সোলে জানান, ‘আমাদের পরবর্তী কাজ হচ্ছে রাকিটিচ, মেসি এবং সুয়ারেজের চুক্তি নবায়ন। ১২০ মিলিয়ন ইউরো ব্যয় করে আমরা ছয়জন খেলোয়াড় দলে নিয়েছি। যেখানে মাত্র একজন খেলোয়াড় কিনতেই সমান পরিমান অর্থ ব্যয় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আমরা স্কোয়াডে গভীরতা এবং তরুণ খেলোয়াড়দের প্রতিভা কাজে লাগাতে চাই।’
আক্রমণভাগে আলকাসেরকে আনায় লুইস এনরিক একাধিক পছন্দ নিয়ে দল সাজানোর সুযোগ পাবেন। বার্সার টেকনিক্যাল সেক্রেটারী আলকাসেরকে নিয়ে বলেন, ‘বিকল্প হিসেবে খেলার জন্য আলকেসার মানসিকভাবে প্রস্তুত রয়েছে। সে বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাবে যোগ দিয়েছে এবং এখানে অনেক কিছুই শেখার আছে তার।’