চুক্তি নিয়ে কথা বললেন অন্যতম দুই সেরা ফুটবলার

ক্রীড়া ডেস্ক : বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পযন্ত বার্সেলোনায় থাকবেন লিওনেল মেসি। ক্লাব কর্তৃপক্ষ চুক্তি বাড়ানোর কথা বললেও তাতে কান দিচ্ছেন না বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসি।

চুক্তি নিয়ে গড়িমসি করায় মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জনটা বেশ জোরেশোরেই চলছে। তবে সেই গুঞ্জনে কান দিতে রাজি নন নেইমার। ব্রাজিলিয়ান এ তারকার বিশ্বাস, খুব তাড়াতাড়িই কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা মেসি।

‘এমএসএন’ খ্যাত বার্সেলোনা আক্রমনের তিন তারকা হচ্ছেন মেসি, সুয়ারেজ ও নেইমার। কয়েকদিন আগেই ক্যাম্প ন্যুর ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন নেইমার। তার সঙ্গে মেয়াদ বাড়িয়েছেন লুইস সুয়ারেজ। এবার অপেক্ষা শুধু বার্সেলোনা শিবিরের সবচেয়ে বড় তারকা মেসিকে নিয়ে। তবে নেইমার মনে করছেন ক্যাম্প ন্যুতে সুখে থাকা মেসি শিগগিরই চুক্তি নবায়ন করবেন।

বড় ‍দিনের ছুটিতে বর্তমানে ব্রাজিলে অবস্থান করছেন নেইমার। সেখানে মেসির ভবিষ্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে নেইমার বলেন, ‘আশা করছি মেসি আমাদের সঙ্গেই থাকবে। মনে হচ্ছে অচিরেই সে নতুন চুক্তি করবে।’

নতুন বছরে পা রাখার আগে লা লিগা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। চলতি মৌসুমে নিজেদের পারফরম্যান্স নিয়ে নেইমার বলেন, ‘এখন পর্যন্ত মৌসুমটা যেভাবে পার করেছি, তাতে আমি খুশি। আমার গোলের পরিমান কম হলেও আমি সন্তুষ্ট রয়েছি।’