চুক্তি বাতিল না করলে দলেই জায়গা হবে না সাকিবের: পাপন

বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে দলেই জায়গা হবে না সাকিবের। এমন হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এশিয়া কাপের দলে সাকিব থাকবেন নাকি বাদ পড়বেন? দেশের ক্রিকেট পাড়ায় জোরালো হচ্ছিল এমন প্রশ্ন।

সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে।

পাপন বলেন, সাকিব ইস্যুতে দ্বিতীয় চিন্তা করার কোনো সুযোগ নেই। আমি প্রথম থেকেই বলে আসছি এ ব্যাপারে জিরো টলারেন্সে আমরা। যে যেভাবেই বিষয়টাকে ব্যাখ্যা করুক আমরা মেনে নেবো না। আশরাফুলের মতো ক্রিকেটারকেও একটা সময় বাদ দেয়া হয়েছে। এখানে আসলে কোনো সুযোগ নেই।

পাপন আরও বলেন, তাকে (সাকিব) চিঠি দেয়া হয়েছে। গতকালকেই উত্তর দেয়ার কথা ছিল। তবে শুনেছি সে আজকের মধ্যে জানাবে। তারপর আমরা সিদ্ধান্ত নেবো সে থাকবে কি থাকবে না।

সাকিব নিজের সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরে না আসলে কঠোর সিদ্ধান্ত নেবে বিসিবি এমন হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো রকম সম্পৃক্ত থাকার সুযোগ নেই। পুরোপুরি বের হয়ে আসতে হবে। এটা না করলে ক্যাপ্টেন্সিতো দূরের কথা, দলেই থাকবে না সে। এ ব্যাপারে কোনো ছাড় নেই। এই সিদ্ধান্ত আগে থেকেই নেয়া আছে।

বিস্তারিত আসছে….