
বলিউড পেল নতুন তারকা দম্পতি। বলিউড তারকাদের বিয়ে মানেই বিশাল আয়োজন। ডেস্টিনেশন ওয়েডিং, ডিজাইনার পোশাক- সব মিলিয়ে আধুনিকতার মধ্যে রাজকীয় আয়োজন। তবে এসবের বাইরে গিয়ে একেবারে ভিন্নভাবে বিয়ে সারলেন রালিয়া।
প্রেমের সম্পর্কে থাকার সময় থেকেই কোনো রকম লুকোচরি রাখেননি এই তারকা। বিশাল আয়োজন ব্যাপক ধুমধামের মধ্যে তাদের বিয়েটা; কিন্তু একেবারে চুপিসারেই। বিভিন্ন সময় বিভিন্ন তারিখ শোনা গেলেই বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পরিবার ও বন্ধুদের নিয়ে বিয়ে সারলেন রণবীর-আলিয়া।
বিয়ে নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি করেছিল রালিয়ার বিয়ে। একেবারে বিয়ের আগের রাতে আনুষ্ঠানিকভাবে আসল তারিখ এবং স্থান ঘোষণা করেছেন রণবীরের মা নীতু কাপুর।
ব্যক্তিগত পরিসরে যেমন নিরাপত্তার ঘেরাটোপে বিয়ে করেছেন, তেমনই পরিবারের ঐতিহ্যও রক্ষা করছেন ঋষিপুত্র। বিয়ে উপলক্ষ্যে পৈতৃক বাড়ি, চেম্বুরের আরকে স্টুডিওতেও একটি বড়সড় পূজা হবে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়।
বিয়ের আগ মুহূর্তে অনেক তারকাই সাংবাদিকদের নজরে এসেছিলেন; কিন্তু রণবীর-আলিয়ার ক্ষেত্রে তেমনটা হল না। বিয়ের আগে দেখাই পাওয়া গেল না পাত্র-পাত্রীর। আত্মীয়বন্ধুরাও কেউ ভাগ করে নিলেন না হবু বর-কনের ঝলক।