চুমু খেলে ঠোঁট ছিঁড়ে দেবেন শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। অভিনেতা হিসেবে তার সুখ্যাতি এখন বিশ্বজুড়ে। পেশাগত কাজে ব্যস্ত থাকলেও পরিবারকে সময় দিতে তিনি কিন্তু একদমই ভুল করেন না।

পরিবার এবং ছেলেমেয়েদের নিয়ে প্রায়ই খুঁনসুটিতে মেতে উঠতে দেখা যায় তাকে। ছোট ছেলে আবরামকে নিয়ে খেলার মাঠে বা শুটিং সেটেও যান তিনি। অন্যদিকে মেয়ে সুহানা এবং বড় ছেলে আরিয়ানের ব্যাপারেও তিনি বেশ সতর্ক। যদিও ছোট ছেলেকেই তিনি কাছে রাখেন বেশি। অন্যরা একটু বড় হয়েছে বলেই সম্ভবত এই ছাড়।

সম্প্রতি শাহরুখ জানিয়েছেন, মেয়ে সুহানাকে যদি কোনো ছেলে চুমু খেতে চায় তাহলে তার ঠোঁট ছিঁড়ে দেবেন তিনি। খুব শিগগিরই শুরু হবে নির্মাতা করণ জোহরের সঞ্চালনায় টক শো ‘কফি উইথ করণ’র নতুন সিজন। এর প্রথম পর্বে দেখা যাবে শাহরুখ খান এবং আলিয়া ভাটকে। সম্প্রতি এ পর্বের একটি প্রোমো প্রকাশিত হয়।

প্রোমোতে শাহরুখকে বলতে শোনা গেছে, ‘আমার মেয়েকে যদি কেউ চুমু খাওয়ার চেষ্টা করে তাহলে আমি তার ঠোঁট ছিঁড়ে দেব।’

শাহরুখ এবং আলিয়ার সঙ্গে করণ জোহরের বন্ধুত্ব অনেক মধুর। এছাড়া খুব শিগগিরই মুক্তি পাবে শাহরুখ-আলিয়া অভিনীত ‘ডিয়ার জিন্দেগি’। সেই সিনেমার প্রচারেই সম্ভবত হাজির হয়েছিলেন তারা।