বিনোদন ডেস্ক : বলিউডের মডেল অভিনেত্রী লিসা হেইডন। অনেক দিন ধরেই প্রেম করছেন তিনি। এবার বিয়ের ঘোষণা দিলেন এই অভিনেত্রী।
বয়ফ্রেন্ড দিনো লাভলানির সঙ্গে চুম্বনরত একটি ছবি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে এই ঘোষণা দেন লিসা।
ছবি পোস্ট করে লিসা বলেন, ‘একেই বিয়ে করছি।’ তবে কবে কখন কোথায় বিয়ে করছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।
লিসার বয়ফ্রেন্ড দিনো লাভলানি পাকিস্তানি এন্টারপ্রেনার গুল্লু লাভলানির ছেলে। গত এক বছর ধরে এই মার্কিন ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন লিসা। সম্প্রতি গ্রিসে ছুটি কাটিয়ে ফিরেছেন এই জুটি।
লিসা অভিনীত ‘হাউজফুল-থ্রি’ সিনেমাটি সর্বশেষ মুক্তি পেয়েছে। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।