জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় সাপের কামড়ে এক কিশোরসহ দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ (১২) ও সদর উপজেলার ভুলটিয়া গ্রামের বুলা মিয়ার ছেলে রাজন (১৬)। আহত দুজনের মধ্যে একজন হলেন- সদর উপজেলার পীতম্বরপুর গ্রামের হাসান আলীর মেয়ে কনিকা (১৭) এবং আরেকজন ইভা (২১)। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দেবাশীষ ও রাজনকে সাপে কাটলে তাদের পরিবারের লোকজন হাসপাতালে এনে ভর্তি করে। এর কিছুক্ষণ পরই দুজনের মৃত্যু হয়।