
মো : লিমন সরদার, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদীতে চুরির ঘটনা বেড়েই চলছে। সকাল, দুপুর, দিন কিংবা রাত কোনো সময়ই থামছে না চুরি। এতে ছোট বা বড় ব্যবসায়ীরা রয়েছেন আতঙ্কে। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে টরকী বাসস্ট্যান্ড বন্দর রোডে তফসিল অফিস মসজিদসংলগ্ন একটি কামারের দোকান থেকে প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র।
গত এক মাসে উপজেলার বিভিন্ন স্থানে ২০ থেকে ২৫টি চুরির ঘটনা ঘটেছে। ওই সব চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোব প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। কামার শিল্পের কারিগর ও দোকান মালিক রূপক কর্মকার জানান, কাজ শেষে রাতে ভালোভাবে দোকান বন্ধ করে যাই। প্রতিদিনের মতো আজ সকাল ৮টায় দোকান খুলতে গিয়ে দেখি দোকানের মালামাল এলোমেলো। ক্যাশ ভাঙ্গা দোকানের ভিতর কাঠের একটি বাক্সে তৈরি করা অর্ডারি মালামাল তালা মেরে রেখেছিলাম। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন হাটবাজারের জন্য দা, বাঁটি, কাস্তে, খোন্তা, কুড়াল, শাবলসহ কৃষি কাজে ব্যবহৃত জিনিসপত্র বানানো হয়েছিল। কিন্তু চোরচক্র দোকানের পিছনের টিন ভেঙে প্রায় ৪০ হাজার টাকার মাল নিয়ে গেছে।
তিনি আরো জানান, এর আগে গত মঙ্গলবার আমার দোকান থেকে প্রায় ১০০ ফিট দূরে ছোট ভাই মনোজ কর্মকারের বাসায় দিনের বেলায় চুরি হয়েছে। চোরচক্র চার্জে থাকা একটি মোবাইল ফোন, তার পাঁচ বছরের মেয়ের হাতের আংটি এবং ঘরে থাকা নগদ ৪-৫ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার সময় বাজারে যাওয়ায় বাসায় কেউ ছিল না।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি মাত্র আপনার মাধ্যমে জানলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর বিস্তারিত জানা যাবে।