আন্তর্জাতিক ডেস্ক : সাইকেল চুরির অভিযোগে ইন্দোনেশিয়ায় দুই পর্যটকের গলায় সাইনবোর্ড ঝুলিয়ে রাস্তায় হাঁটানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
গ্রাম প্রধান মুহাম্মদ তৌফিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পর্যটকদের জনপ্রিয় স্থান গিলি ত্রাওয়াংগান এলাকার একটি হোটেল থেকে ১০ দিন আগে বাইসাইকেল চুরি করেছিলেন দুই অস্ট্রেলিয় পর্যটক। গোপন ক্যামেরায় ধারণ করা চুরির দৃশ্য দেখে হোটেলের ম্যানেজার বিষয়টি গ্রাম কর্তৃপক্ষকে জানান। পরের দিনই ওই দুই তরুণ-তরুণীকে আটক করা হয়।
তৌফিক বলেন, ‘আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি । এ বিষয়ে একমত হয়েছি যে, তাদেরকে দ্বীপের রাস্তায় হাঁটানো হবে এবং তাদেরকে গিলি থেকে বের করে দেয়া হবে।’
ইন্দোনেশিয়ার কর্মকর্তারা অবশ্য ওই দুই পর্যটকের নাম প্রকাশ করেননি। তাদেরকে গ্রামের রাস্তায় হাঁটানোর সময় গলায় ঝুলানো বোর্ডে লেখা ছিল, ‘আমি চোর। আমি যা করেছি তা কেউ করবেন না।’
এর আগেও চুরির অপরাধে গিলিতে গলায় বোর্ড ঝুলিয়ে রাস্তায় হাঁটানোর ঘটনা ঘটেছে। তবে পর্যটকদের এভাবে হাঁটানোর ঘটনা এটাই প্রথম।
গ্রাম্য প্রধান তৌফিক বলেছেন,‘লজ্জাজনক হাঁটা আমাদের গ্রামের আইন। পুলিশ তাদের বিরুদ্ধে আদৌ অভিযোগ এনেছে কিনা আমি জানি না। আমার দেখার বিষয় হচ্ছে, তারা আর এখানে নেই।’