চুলকাঠিতে গাঁজা সহ আটক ১

নিজেস্ব সংবাদদাতা: চুলকাঠি(বাগেরহাট)ঃ বাগেরহাটের চুলকাঠিতে গাঁজা সহ এক বেক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদরের চুলকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় অলোক নন্দীর ছেলে সীমান্ত নন্দী (২১) কে চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রবিউল ইসলাম তাকে আটক করে থানায় সোর্পাদ করে।##