নিজস্ব প্রতিবেদক : পাম্প চুলা বিস্ফোরণে দগ্ধ দুইজনের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল হাসান (২৫) মারা গেছেন।
সোমবার রাত ২টার দিকে তিনি মারা যান। ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বিকেলে রাজধানীর পান্থপথের হামদর্দ পাবলিক কলেজের ছাত্রাবাসে রান্না করার সময় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন বাবুর্চি হুজ্জাতুন ইসলাম (৪০) ও তার সহকারী রাকিবুল হাসান (২৫)। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে রাকিবুল মারা যান।
হাসপাতালে ভর্তির পর বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানিয়েছিলেন, দুইজনের মুখমণ্ডলসহ শরীরের বেশিরভাগ পুড়ে গেছে।