লাইফস্টাইল ডেস্ক : ইন্টারনেটের কল্যানে কিছুদিন পরপরই নিত্যনতুন এবং অদ্ভূত সব ফ্যাশনের দেখা মিলে। যেমন দ্য বেলি বাটন চ্যালেঞ্জ, দ্য কলারবোন চ্যালেঞ্জ, দ্য প্যান্টি চ্যালেঞ্জ, দ্য এ৪ রিস্ট চ্যালেঞ্জ প্রভৃতি।
নতুন এসব স্টাইল ও ফিগার চ্যালেঞ্জের ট্রেন্ড কিছুদিন পরপরই কাঁপায় সোশ্যাল মিডিয়া। তারই ধারাবাহিকতায় এবার চুলের একটি নতুন ট্রেন্ড ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
বিশ্বব্যাপী নারীরা নতুন ট্রেন্ড হিসেবে চুল রঙধনু রঙে সাজাচ্ছেন এবং ইন্টারনেটে তা বেশ জনপ্রিয় হয়েছে। চুলে লুকানো এই রঙধনু কৌশলকে ‘আন্ডারলাইট’ হিসেবে অভিহিত করা হয়েছে এবং তা মূলত চুলের ওপরের স্তরের নীচে উজ্জ্বল গোপন রঙ হিসেবে নতুন ফ্যাশন।
লন্ডনের ‘নট অ্যানাদার সেলুন’ নামক একটি পার্লার প্রথম এই কৌশলটি ব্যবহার করে, যা ইনস্টাগ্রামে দ্রুত চুলের নতুন ফ্যাশন হিসেবে ভাইরাল হয়ে ওঠে এবং বিশ্বব্যাপী অনেকেই এভাবে চুল রাঙিয়ে এই ট্রেন্ডে শামিল হচ্ছেন। চুলের বেণীতেও নতুন এই ট্রেন্ড দেখা যাচ্ছে।