চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দৌলৎদিয়ায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ওহিদুল ইসলাম (৫০) নিহত হয়েছেন।
শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওহিদুল আলমডাঙ্গা উপজেলার রুইথনপুর গ্রামের মৃত শফিউদ্দীনের ছেলে ও চিৎলা ইউনিয়ন পরিষদের সদস্য।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলৎদিয়ার বঙ্গজ লিমিটেডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওহিদুল (৫০) নিজ মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা থেকে তার গ্রামের বাড়ি রুইথনপুর যাচ্ছিলেন।
দৌলৎদিয়ার বঙ্গজ লিমিটেডের কাছে পৌঁছালে একটি ট্রাক দেখে মোটরসাইকেলে ব্রেক করলে ওহিদুল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপরে পড়ে যান। এ সময় পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে চাপা দিলে ওহিদুল ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ চুয়াডাঙ্গা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।