চুয়াডাঙ্গায় ডাকাত দলের বোমায় নিহত ১

বিদ্যুৎস্পৃষ্টে চুয়াডাঙ্গায় স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি : চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলায় ডাকাত দলের ছোড়া বোমার আঘাতে নাসির উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাত ২টার দিকে আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, রাতে ১০-১২ ডাকাত নাসির উদ্দিনের বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এ সময় নাসির উদ্দিন চিৎকার করলে ডাকাতরা বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমার আঘাতে নাসির উদ্দিন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন।