চুয়াডাঙ্গায় দিবাগত রাতে দুইজনকে হত্যা

হত্যা

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় সোমবার দিবাগত রাতে দুইজনকে হত্যা করা হয়েছে। ঘটনাগুলো ঘটেছে শহরের বেলগাছী গ্রামে ও দামুড়হুদায়।

বেলগাছী গ্রামে নিহত যুবকের নাম সান (২২)। আর দামুড়হুদায় নিহত কিশোরের নাম শাকিব। সানকে গুলি করে ও শাকিবকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।

চুয়াডাঙ্গা শহরের বেলগাছী গ্রামের গঙ্গাচরার মাঠ থেকে সানের গুলিবিদ্ধ লাশ সকাল সাড়ে ৭টার দিকে উদ্ধার করেছে পুলিশ। সান চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার হেলাল উদ্দিনে ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জনান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী গ্রামের কৃষকরা গঙ্গাচরার মাঠে কৃষিকাজ করতে যায়। এ সময় তারা সানের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সোমবার দিবাগত রাতে সানকে অপহরণ করে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

এদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভালাইপুর কুঠির মাঠের এক ইপিল ইপিল বাগানে চুয়াডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাকিবকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। শাকিব চুয়াডাঙ্গা সদর ইপজেলার কেদারগঞ্জ সিঅ্যান্ডবি পাড়ার করিমের ছেলে।

সোমবার সন্ধ্যার পর তাকে এক ইপিল ইপিল বাগানে গলা কেটে হত্যা করা হয়।

দামুড়হুদা থানার ওসি আকরাম বলেন, ‘স্কুলছাত্র হত্যার খবর শুনেছি। তবে কী কারণে খুন করা হয়েছে তা জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠনো হয়েছে।’