চূড়ান্ত আন্দোলনের রূপরেখা যেভাবে বাস্তবায়ন করতে চায় বিএনপি

ডেস্ক নিউজঃ বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ১০ দফা দাবিতে যে আন্দোলন করছে, সেটি আগামী দিনে কোন দিকে গড়ায় তা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে জল্পনা-কল্পনা। বর্তমানে সভাসমাবেশ, পদযাত্রার মতো শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে মাঠে থাকা বিএনপি নির্বাচনের আগে ‘গণ-আন্দোলন’ সৃষ্টি করতে চায়। কিন্তু সেটি কীভাবে সম্ভব হবে? এ নিয়ে রাজনীতিতে আলোচনা আছে।

বিএনপির মূল দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান পুরোপুরি বিপরীত মেরুতে। বিএনপি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন করবে না, আর আওয়ামী লীগ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দেবে না। পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ভবিষ্যৎ আন্দোলনকে কীভাবে এগিয়ে নিতে চায় বিএনপি? চূড়ান্ত আন্দোলনের রূপরেখা কীভাবে বাস্তবায়ন করতে চায় দলটি এ বিষয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মাঠপর্যায়ের নেতাকর্মীদের কাছে আন্দোলনকে ‘চূড়ান্ত পর্যায়ে’ নেওয়ার জন্য দলের নির্দেশনা দেওয়া আছে।

‘যে কোনো মূল্যে আমরা আন্দোলনের মাধ্যমেই এ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা এবং সেই নির্বাচনের মাধ্যমে ‘জনগণের একটা সরকারকে প্রতিষ্ঠা’ করা— এটিই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই নির্দেশনাই আমাদের মাঠপর্যায়ে নেতাকর্মী সবার কাছে যাচ্ছে।’

বিএনপি তত্ত্বাবধায়ক সরকারসহ যে দাবিগুলো নিয়ে আন্দোলনের করছে, সে ব্যাপারে সরকারের অবস্থান এখনো কঠোর। নির্বাচনের আগে সরকারকে ‘বাধ্য করার’ মতো আন্দোলন গড়ে তোলাই এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় আন্দোলন কীভাবে এগিয়ে নেওয়া হবে? সে প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এ পরিবর্তন সম্ভব হবে।

‘জনগণই নির্ধারণ করবে তাদের আন্দোলনের মধ্য দিয়ে যে কোন সময়ে কোন ধরনের আন্দোলনে তারা যাবে। আমাদের দেশে আন্দোলন বলতেই আপনার হরতাল-অবরোধ এ সমস্ত বোঝায় এর আগে থেকেই। আমরা এ কর্মসূচিগুলো কিন্তু অত্যন্ত সচেতনভাবেই পরিহার করছি এবং আমরা নিয়মতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবেই জনগণকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

সবশেষ বিভাগীয় সমাবেশেরে মাধ্যমে রাজপথের আন্দোলনে একটা আলোড়ন সৃষ্টি করেছিল বিএনপি। এর পর নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবি নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করলেও প্রায় ছয় মাসে রাজপথে বড় কোনো চাপ সৃষ্টি করতে পারেনি দলটি। এখন সারাদেশে জেলাপর্যায়ে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।

শুক্র ও শনিবার অর্থাৎ ১৯ ও ২০ মে ১৮ জেলায় এ কর্মসূচি পালিত হবে। এ ছাড়া ২৬ মে ১৭ জেলায় ও ২৭ মে বিএনপি ১৫ জেলায় জনসমাবেশ করবে।

এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের যে দাবি অর্থাৎ এ সরকারের পদত্যাগ, সংসদকে বিলুপ্ত করা, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করার দাবিতে আমরা জনগণকে সংগঠিত করছি।