
নিজস্ব প্রতিবেদক, সাভার : প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনায় প্রাথমিক তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করা হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ায় গণবিশ্ববিদ্যালয় আয়োজিত প্রয়াত কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর স্মরণসভার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।
গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে মেরামত শেষে ওই বিমানটি হাঙ্গেরির উদ্দেশে আবার যাত্রা করে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকা থেকে বুদাপেস্টে যাচ্ছিল।
রাশেদ খান মেনন বলেন, চলতি বছরের ৭ জুন আরেক ঘটনায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানকে ১৫ মিনিট আকাশে অতিরিক্ত উড়তে হয়েছিল। রানওয়েতে ধাতববস্তু পড়ে থাকার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুটি ঘটনায় আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ৭ জুন হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ধাতববস্তু থাকার কারণে আকাশে বেশ কয়েকবার চক্কর দিতে হয় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট বিজি (০৩৬) কে। ঘটনার পর তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ।