চেলসির বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে ৮ ম্যাচসহ সব ধরনের প্রতিযোগিতায় শেষ ১২ ম্যাচে চেলসির বিপক্ষে জয় পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ লিগে গতকাল রাতে ব্লুজদের বিপক্ষে সেই কাঙ্খিত জয় পেল রেড ডেভিলসরা।

ওল্ড ট্রাফোর্ডে চেলসির বিপক্ষে ম্যানইউর জয়টি ২-০ ব্যবধানের। নিজেদের মাঠে ম্যানইউর জয়ে একটি করে গোল করেন মার্কাস রাশফোর্ড ও আন্দ্রে হেরেরা। লিগে এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের চারে থেকে মৌসুম শেষ করার সম্ভাবনাটি আরও উজ্জ্বল হল তাদের।

চেলসির কোচ হিসেবে বরখাস্ত হওয়ার পর ম্যানইউতে যোগ দিয়েছিলেন হোসে মরিনহো। তাই ঘরের মাঠে চেলসির বিপক্ষে এই ম্যাচটি তার জন্য কিছুটা চ্যালেঞ্জেরও ছিল। তবে সেই চ্যালেঞ্জ উতরে দলকে জয় এনে দিয়েছেন তার শিষ্যরা। ওল্ড ট্রাফোর্ডে গতকালের ম্যাচে ম্যানইউকেই আধিপত্য বিস্তার করতে দেখা গেছে। ম্যাচের ৭ মিনিটে আন্দ্রে হেরেরার পাসে গোল করে দলের লিড এনে দেন মার্কাস রাশফোর্ড। আর দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে সেই হেরেরাই দলের ব্যবধান ২-০ করেন। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ম্যানইউ।

প্রিমিয়ার লিগে এ জয়ের ফলে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট ‍নিয়ে লিগ টেবিলের পাঁচে রয়েছে ম্যানইউ। এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে ম্যানইউ রয়েছে তালিকার শীর্ষে ।