চোখের কালো দাগ দূর করুন

উলটোপালটা খাওয়াদাওয়া, মেকআপ, রাত জাগার ফলে অনিয়মের ছাপ ত্বকে খুব তাড়াতাড়ি ফুটে ওঠে, এবং সবার আগে তা ধরা পড়ে আমাদের চোখে। চোখের নিচে কালি, ক্লান্তির ছাপ, অকালে চোখের চারপাশে সূক্ষ্ম রেখা, বলিরেখা, এ সবই অনিয়মের। অনেকেরই বয়স কুড়ির কোঠা পেরোনোর পর থেকেই ধীরে ধীরে চোখের নিচের দাগ স্পষ্ট হতে থাকে। চোখের নিচের সংবেদনশীল ত্বকের জন্য দরকার বাড়তি সুরক্ষা। ঠিকমতো খাওয়াদাওয়া, পর্যাপ্ত ঘুমের পাশাপাশি কিছু প্রাথমিক যত্ন নিন, দূরে থাকবে চোখের নিচের বলিরেখা।

চোখ কচলানো এড়ানো
মানসিক চাপ অনুভব ও কাজের চাপ বা কম্পিউটার ও মোবাইলের পর্দার দিকে তাকিয়ে থাকা চোখের অস্বস্তি সৃষ্টি করে। তখন চোখের বিশ্রামের জন্য মনিটর থেকে চোখ সরিয়ে বা কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখুন। ভুল করেও চোখ ঘষবেন না। চোখ ঠাণ্ডা করতে ও আর্দ্র রাখতে পানি বা গোলাপজলের ঝাপটা দিন। এতে চোখের খচখচেভাব খানিকটা কমে আসবে।

গ্রিন টি ব্যাগ
চোখের চারপাশের ত্বক উজ্জ্বল করতে গ্রিন টি বেশ উপকারি। টি ব্যাগ ফুটিয়ে ঠাণ্ডা করে তা চোখ ও চোখের চারপাশের ত্বকে ১০ মিনিট দিয়ে রাখুন। এর অ্যান্টিঅক্সিডেন্ট চোখের চারপাশের কালো দাগ কমায় ও সতেজভাব আনে।

আই ক্রিম ব্যবহার
চোখের নিচের অংশের জন্য আই ক্রিম উপকারি। কারণ এখানকার ত্বক অন্যান্য জায়গার চেয়ে আলাদা। এই স্থান আর্দ্রতার অভাবে নির্জীব হয়ে পড়ে। তাই শুষ্ক অনুভব করলে চোখের নিচে আই ক্রিম বা জেল ব্যবহার করতে পারেন। নিয়মিত চোখের নিচের ত্বক আর্দ্র রাখা চোখের তারুণ্য ফোটাতে সাহায্য করে।