চোখের সামনে হারিয়ে গেল একটি জীবন

আন্তর্জাতিক ডেস্ক : এই মাত্র একজন লোককে গুলি করে হত্যা করেছে। এখনো হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে খুনি। ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতায় সবাই থরথর। ফটোগ্রাফার খুনি থেকে মাত্র ১০ হাত দূরে দাঁড়িয়ে। আশপাশের অন্য ফটোগ্রাফাররা যে যার মতো পালিয়েছে অথবা নিরাপদ স্থানে চলে গেছে। সেই মুহূর্তে কি খুনির ছবি তোলা যায়?

শিল্প আসলে কী? শিল্প হলো বিদায়ী মুহূর্তকে ধরে ফেলা। গৌধুলি সময়টা কেন শিল্পীদের কর্মে স্থান পায়। কারণ সে সময়টা ক্ষণস্থায়ী ও দ্রুত পলায়নপর।

কথায় বলে, ফটোগ্রাফাররা হলেন ইতিহাসের প্রথম লেখক। সে হিসাবে এপির ফটোগ্রাফার বুরহান ওজবিলিসি ইতিহাসের একজন প্রথম সারির লেখক হয়ে গেছেন। পাশাপাশি একজন শিল্পীও, যার শিল্পকর্মে ফুটে উঠল একটি বর্বর হত্যাকাণ্ডের নির্মম দৃশ্য।

গত সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি ফটোগ্রাফি এক্সিবিশন উদ্বোধনের সময় এক পুলিশ সদস্যের গুলিতে নিহত হন দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ। কোনো হত্যাকাণ্ড সংঘটিত হলে সেই হত্যা ও খুনির এক্সপ্রেশন ক্যামেরায় ধারণ করেছেন এমন ফটোগ্রাফার সচরাচর পাওয়া যায় না। এবার সে সুযোগটি হাতছাড়া করলেন না বুরহান।

বুরহান যখন কারলভের খুনি মেভলুত মার্ত আলতিনতাসের ছবি তোলেন তখন সেই খুনি খুন করে উন্মাদের মতো চিৎকার করছিলেন এবং বাতাসে পিস্তল নাড়াচ্ছিলেন। সেই সময় আলতিনতাসের ছবি ক্যামেরায় ধারণ করেন বুরহান।

এই টুইটার বার্তায় বুরহান লেখেন, ‘আমি দেখলাম, একটি জীবন চোখের সামনে হারিয়ে গেল। অবশ্যই আমি ভয় পাচ্ছিলাম এবং বিপদ সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম- যদি বন্দুকধারী আমাকে লক্ষ্যে পরিণত করে।’

সত্যিই তো, সবার চোখের সামনেই তো একটি জীবন হারিয়ে গেল। ফটোগ্রাফি এক্সিবিশন উদ্বোধনকালে রাষ্ট্রদূত কারলভ যখন সাংবাদিক ও উপস্থিত দর্শকদের সামনে ভাষণ দিচ্ছিলেন, তখন খুনি আলতিনতাস তার পেছনেই দাঁড়িয়ে ছিলেন- একজন দেহরক্ষী কিংবা বন্ধুর মতো। তখন কি কেউ জানত এমন ভয়াবহ একটি ঘটনা সেখানে ঘটতে যাচ্ছে? কারলভ নিজেও কি এমন করুণ মৃত্যু কখনো কল্পনা করেছেন?

কেবল কয়েক সেকেন্ডের ব্যাপার। আলতিনতাস পিস্তল বের করে কয়েকটা গুলি করলেন। মুহূর্তেই রাষ্ট্রদূত কারলভ মেঝেতে লুটিয়ে পড়লেন। চোখের পলকে তার জীবনটি হারিয়ে গেল।

বুরহান ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাননি। বরং অফিস থেকে বাসায় ফেরার পথে একটি ঢু মারতে গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে তিনি কেবল একটি হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীই হলেন না, সেই হত্যাকাণ্ডের ছবিও ধারণ করলেন।

বুরহান বলেন, ‘লোকজন ভয় পেয়ে গিয়েছিল। তারা টেবিলের নিচে, স্তম্ভের আড়ালে লুকিয়ে পড়ে। অনেক ফ্লোরে শুয়ে পড়ে। অনেক দৌড়ে পালিয়ে যায়। আমি ভীত ও হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম এবং একটি দেয়ালের আড়ালে আংশিক লুকিয়ে খুনির ছবি তুললাম। পাশাপাশি ভীত-সন্ত্রস্ত্র মানুষের ছবিও তুলি।’