বিনোদন ডেস্ক : ড্যান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখ লা যা সিজন-নাইন’ এর বিচারকের দায়িত্ব পালন করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
সম্প্রতি এ অনুষ্ঠানের অন্যতম প্রতিযোগী কারিশমা তান্নার নাচ দেখে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন ডিশুম অভিনেত্রী।
অনুষ্ঠানে ‘ফ্যামিলি স্পেশাল থিম’ পর্বে মায়ের সঙ্গে পারফর্ম করেন কারিশমা। এবিসিডি-টু সিনেমার ‘মা তেরি চুনারিয়া’ গানের তালে তারা পারফর্ম করেন। আর এটি দেখে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন জ্যাকুলিন। পাশে ছিলেন বিচারক হিসেবে এ অনুষ্ঠানে তার সঙ্গী করণ জোহর এবং গণেশ হেজ। তারা এ অভিনেত্রীকে সান্ত্বনা দেন।
মানুষের জীবনে মায়ের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এ অভিনেত্রী বলেন, ‘আমি সপ্তাহের পর সপ্তাহ দেখছি দর্শক সারিতে বসে তোমার মা তোমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। মায়ের ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি এখানে বাবা-মা ছেড়ে অনেক দূরে বসবাস করছি। আমি জানি এ জন্য তারা কত নির্ঘুম রাত পার করেন। কারণ আমি এখানে একা থাকি।’
কারিশমার মাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কারিশমা একজন বিজয়ী। এখন পর্যন্ত যেভাবে সে আপনাকে গর্বিত করে আসছে ভবিষ্যতেও করে যাবে। মেয়ের পাশে থেকে কীভাবে সব সময় তাকে সহযোগিতা করা যায় আপনি তার একটা অন্যতম দৃষ্টান্ত। আর এটি তাকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে।’