চোখ নাকি মনের কথা বলে

চোখ নাকি মনের কথা বলে। চোখকে ‘মনের জানালা’ বলে অনেকে। কারণ, চোখের রঙ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে। আমরা যখন রেগে যাই তখন চোখ হয় লাল। আবার আনন্দিত হলে চোখ ঝলমল করে ওঠে। চোখের ভাষা সম্পর্কে এ রকম নানা তথ্য চলে আসছে দীর্ঘ দিন ধরে। সম্প্রতি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন চোখের রঙের সঙ্গে মানুষের আচরণের যোগসূত্র। গবেষণায় উঠে এসেছে, বাদামি ও হালকা বাদামি রঙের চোখ শুধু বিশ্বস্ত নয়, আকর্ষণীয়ও বটে। বাকি চোখের রঙ কী বলে? দেখে নিন সঙ্গে গ্যালারিতে।