বেশ কয়েক বছর ধরেই চোটের সঙ্গে লুকোচুরি খেলতে হচ্ছে মোহাম্মদ সাইফউদ্দিন। একবার চোট থেকে ঠিকঠাক সেরে না উঠতেই ফের চোট গ্রাস করছে তাকে। সবশেষ গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে গিয়ে চোটে পড়ে এখনো মাঠের বাইরে রয়েছেন তিনি। যদিও সে চোট কাটিয়ে আসন্ন বিপিএল দিয়ে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
গ্লোবাল টি-টোয়েন্টিতে চোটে পড়ার কারণে রংপুর রাইডার্সের হয়ে শেষের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি সাইফউদ্দিন। তবে দেশে ফিরেই চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ব্যস্ত হয়ে পড়েন তিনি।
ব্যাক সাইডের চোটের জন্য অনুশীলনে সময় দিচ্ছেন সাইফউদ্দিন। ফিটনেস থেকে শুরু করে রানিং মিরপুরের একাডেমি মাঠে নিয়মিত দেখা যায় তাকে। মূলত রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি। ট্রেনার হিসেবে ইফতেখার ইফতির সঙ্গে কাজ করছেন সাইফউদ্দিন।
সম্প্রতি এই ট্রেনার গণমাধ্যমকে জানিয়েছেন, বিপিএল দিয়েই মাঠে ফিরতে চলেছেন সাইফউদ্দিন। ইফতির ভাষায়, ‘সাইফউদ্দিন এখন ভালো আছে। ফেরার লড়াইয়ে নিজেকে প্রস্তুত রাখছে। আশা করছি বিপিএলের শুরু থেকেই ও থাকবে। পুরোপুরি রিদমেই পাওয়া যাবে তাকে। বোলিং বলেন বা ব্যাটিং বলেন।’
প্রসঙ্গত, গত বিপিএলে ফরচুন বরিশালে টুর্নামেন্টের মাঝপথে যোগ দিয়েও দুর্দান্ত পারফর্ম করেছিলেন সাইফুদ্দিন। ব্যাট-বলে তার অবিশ্বাস্য পারফরম্যান্সে শিরোপা ছুঁয়ে দেখে বরিশাল। এবার রংপুরের জার্সিতে শিরোপার মিশনে মনযোগী হবেন এই অলরাউন্ডার।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের একাদশ সংস্করণের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে সাইফউদ্দিনের রংপুর রাইডার্স, প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।