বিনোদন ডেস্ক : খলনায়ক সিনেমার ‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’ গানটি বেশ সাড়া জাগিয়েছিল। এবার নতুন গান ‘চোলি ব্লক বাস্টার’ নিয়ে এসেছেন বলিউড সেনসেশন সানি লিওন।
ডংরি কা রাজা সিনেমার ‘চোলি ব্লক বাস্টার’ শিরোনামের এই আইটেম গানটি গত ২৮ অক্টোবর ইউটিউবে প্রকাশ করা হয়। শোনা যাচ্ছে গানটি নির্মাণ করতে ৪০ লাখ রুপি খরচ করেছেন সিনেমাটির প্রযোজক।
এদিকে গানটির দৃশ্যে ভারতীয় সেন্সর বোর্ডের কাঁচি চলুক সেটিও চাচ্ছিলেন না তিনি। অবশ্য সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিলে গানটির কোনো প্রকার দৃশ্য বাদ না দিয়েই ছাড়পত্র দিয়েছে সেন্সর। তবে বিনিময়ে মিলেছে ‘এ’ সার্টিফিকেট।
সেন্সর বোর্ডের একজন সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দৃশ্য বাদ পড়তে পারে এই বিষয়টি প্রযোজক আগেই নিশ্চিত ছিলেন। তারা সেন্সরবোর্ডকে অনুরোধ করেছেন যেন গানটির কোনো দৃশ্য বাদ দেওয়া না হয়। তারা জানিয়েছেন, গানটি সিনেমার মূল আকর্ষণ। সেন্সর বোর্ডও গানটি আনকাট রেখেছেন, কিন্তু সিনেমাটিকে ‘এ’ তকমা দিয়েছেন। প্রযোজকও বিষয়টি খুশি মতো মেনে নিয়েছেন।’
ডংরি কি রাজা সিনেমাটি পরিচালনা করছেন হাদি আলী আবরার। প্রযোজনা করছেন পিএস ছাতওয়াল। এতে অভিনয় করছেন রোনিত রয়, গাশমীর মাহাজানি, আসমিত প্যাটেল প্রমুখ। ১১ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
দেখুন : ‘চোলি ব্লক বাস্টার’ গানটি