নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের চৌগাছায় পিকআপ-ইজিবাইকের সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গরপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন ইজিবাইক চালক। তার নাম মহিদুল ইসলাম। তার বাড়ি উপজেলার আন্দুলিয়া গ্রামে। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, টেঙ্গুরপুরে একটি পিকআপের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মহিদুল মারা যান। এ সময় ইজিবাইকের এক নারী যাত্রী গুরুতর আহত হন।
পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির পর ওই নারীও মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে।