চৌগাছায় প্রাইভেট পড়তে গিয়ে ফিরে আসেনি এসএসসি পরীক্ষার্থী জিসান

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায়  এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী  আশরাফুজ্জামান জিসান চৌগাছা উপজেলার কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে একই কেন্দ্রে ২০১৯ সালের এসএসসি পরীক্ষা দিচ্ছে। নিখোঁজ ছাত্র মহেশপুর উপজেলার কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং একই গ্রামের আসাদুজ্জামান লিখনের পুত্র । কাটগড়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব প্রধান শিক্ষক তবিবার রহমান বুধবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পরীক্ষায় আশরাফুজ্জামান জিসানের কেন্দ্রে অনুপস্থিতির বিষয় নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জিসান চৌগাছায় প্রাইভেট পড়তে গিয়ে ফেরত আসেনি। যখন সন্ধ্যার পরেও ফেরত আসেনি তখন পরিবারের পক্ষে থানায় একটি ডায়েরী করা হয় । কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেন আজ সন্ধ্যা সাতটায় মুঠো ফোনে বলেন জিসান আমার ছাত্র এবং এসএসসি পরীক্ষার্থী । সে চৌগাছায় নিয়মিত প্রাইভেট পড়তে যেত কিন্তু কার কাছে পড়তো জানিনা । তবে খোঁজ নিয়ে জানলাম ছেলেটির এখনো খোঁজ পাওয়া যায়নি । তিনি আরও বলেন জিসানের পরিবার সূত্রে জানা বুধবার সকালে বাড়ি থেকে ২/৩ কিলোমিটার দুরে চৌগাছা-পুড়াপাড়া সড়কের দানবক্স খড়িঞ্চা বাজারের পার্শ্ববর্তী হড়হড়িয়া খালের পাশের একটি ক্ষেতে স্থানীয়রা তার বাই-সাইকেলটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ বাই-সাইকেলটি উদ্ধার করে।

সাধারণ ডায়েরির তদন্তের দায়িত্বে থাকা চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার আলম সন্ধ্যার সময় বলেন মোবাইল ফোনে বলেন, জিডির কপি পেয়েই বিষয়টির তদন্ত শুরু করেছি। চৌগাছা-পুড়াপাড়া সড়কের পাশের একটি ক্ষেত থেকে তার ব্যবহৃত বাই-সাইকেল উদ্ধার হয়েছে। সে নিজে থেকেই কোথাও চলে গেছে না কেউ অপহরণ করেছে সেটা এখনই বলা যাচ্ছে না।