চৌগাছায় ১৯ কেন্দ্রে প্রাথমিক ও এবতেদায়ি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪৩৫৯

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষা  সমাপনী পরীক্ষা শুরু হয়েছে ১৮-ই   নভেম্বর । তারই ধারাবাহিকতায় চৌগাছা উপজেলার মোট ১৯ টি কেন্দ্রে এই সমাপনী পরীক্ষা চলছে । ১৯টি কেন্দ্রে প্রাথমিক ও এবতেদায়ি মিলে মোট ৪৩৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে নিয়মিত পরীক্ষা দিচ্ছে । তন্মধ্যে স্কুলের পরীক্ষার্থী সংখ্যা ৩৮৩৮ জন এবং মাদ্রাসা অর্থাৎ এবতেদায়ি পরীক্ষার্থী সংখ্যা ৫২১ জন । প্রত্যেকটি কেন্দ্রে মনোরম পরিবেশে পরীক্ষা সম্পন্ন হচ্ছে বলে কেন্দ্র সচিব গণ জানান । এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ী সমাপনী শুরু হয় ২০১০ সাল থেকে। প্রথম দুই বছর বিভাগ ভিত্তিক ফলাফল দেওয়া হলেও ২০১১ সাল থেকে খুদে শিক্ষার্থীদের সমাপনীর ফলাফল দেওয়া হয় গ্রেডিং পদ্ধতিতে। শুরুতে পরীক্ষার সময় দুই ঘন্টা থাকলেও ২০১৩ সাল থেকে আধ ঘন্টা বাড়িয়ে আড়াই ঘন্টা পরীক্ষা নেওয়া হয়।