চৌগাছা উপজেলা চেয়ারম্যান ড. মুস্তানিছুর রহমানের পথসভা

আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজারে চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ চৌগাছা উপজেলা চেয়ারম্যানের পথসভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৫ জুন) বিকালে ছুটিপুর বাজারে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন ও ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে এই পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চৌগাছা উপজেলা চেয়ারম্যান ও মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান বলেন, আমি এলাকার সকলের উদ্যেশ্যে বলতে চাই আপনারা যে যেখানেই ভোট দিয়ে থাকেন তাতে আমার ক্ষোভ নেই। আমি সকলের হয়েই কাজ করতে চাই। সকলের জন্য আমার দরজা সর্বত্র সময়ই খোলা থাকবে। আমরা একত্রিত হয়ে কাজ করতে চাই।
এসময় আরও উপস্থিত ছিলেন, চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক হারুন অর রশিদ, বি আর ডিবির চেয়ারম্যান ওলিয়ার রহমান, পাশাপোল ইউনিয়নের পলুয়া ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমানত হোসেন, পলুয়া গ্রামের শফিকুজ্জামান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ জামান, বাবুল আক্তার, আমিনুর রহমান, আবু তালা, কামারুল ইসলাম, কাঠ ব্যবসায়ী আব্দুল আলীমসহ ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার সর্বস্তরের সাধারণ ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ।