চ্যাটিংয়ে মিথ্যা বোঝার উপায়

ইন্টারনেট ভিত্তিক সহজ সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেজিং। অপরপ্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে সহজে কথা বলা, তথ্য আদান-প্রদান হয় মেসেজিংয়ে বা চ্যাটিং। কিন্তু চ্যাটিংয়ে কেউ মিথ্যা বলছে কিনা তা বোঝা মুশকিল।

বিষয়টি নিয়ে গবেষণা করেছেন বার্মিংহাম ইয়াং ইউনিভার্সিটি এক দল গবেষক। চ্যাটিংয়ে মিথ্যা বলছে কিনা তা বোঝার কয়েকটি উপায় বের করেছেন তারা।

গবেষকেরা বলছেন, চ্যাটিংয়ে মিথ্যা বলার সময় ব্যবহারকারীরা স্বাভাবিকের চেয়ে ধীরে মেসেজ সেন্ড করেন। চ্যাটিংয়ে মিথ্যা বলার সময় অনলাইন ব্যবহারকারীরা একটি মেসেজ বারবার এডিট করতে থাকেন। এসময় জবাব হয় সংক্ষিপ্ত।

গবেষণাটি সম্পর্কে ইউবিউটি ওয়েবসাইটে বলা হয়েছে, ১০০ জন শিক্ষার্থীর চ্যাটিং বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছান সমাজবিজ্ঞানের অধ্যাপকেরা।