
সময়ের সঙ্গে তাল মেলাতে অনেক তারকাই ইউটিউব চ্যানেলের দিকে আগ্রহী হয়ে উঠছেন। নিজ নিজ নামে চ্যানেল রয়েছে তাদের। চ্যানেল খুললেন মোশাররম করিম, অভিনয়ের সুযোগ পাবেন দর্শকরাও।
তারই ধারাবাহিকতায় এবার নতুন চ্যানেল ‘ফোর কাস্ট’, এটি চালু করছেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম। তার এই চ্যানেলের বিশেষ আকর্ষন হল অভিনয় করার সুযোগ পাবেন দর্শকরাও।
তবে এর মালিক শুধু তিনি একাই নন। তার সঙ্গে আছেন আরও ছয় জন। তারা হলেন অভিনেতা মুকিত জাকারিয়া, চাষী আলম, শহীদুল্লাহ সবুজ, আইটি স্পেশালিস্ট বন্ধু তুহিন এবং নির্মাতা আবু হায়াত মাহমুদ ও চিত্রনাট্যকার মাসুম শাহরিয়ার।
খুব শিগগিরই ‘ফোর কাস্ট’ চ্যানেলটি হাজির হচ্ছে দর্শকের সামনে।