চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের দল ঘোষণা

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে মিচেল স্যান্টনারকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আইসিসি ইভেন্টে অধিনায়ক হিসেবে মিলেচ স্যান্টনারের অভিষেক হতে যাচ্ছে।

পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসির এ টুর্নামেন্টটি ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

নিউজিল্যান্ডের ঘোষিত দলটি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। ত্রিদেশীয় সিরিজের খেলাগুলো ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল সাজিয়েছে নিউজিল্যান্ড। দলে আছেন উদীয়মান পেসার উইল রোর্ক, বেন সিয়ার্স এবং নাথান স্মিথের মতো তারকা। দলে আছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর মতো তারকা।

আছেন অভিজ্ঞ পেসার লকি ফার্গুসন, ম্যাট হেনরি, সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের মতো তারকা বাটসম্যান। ব্যাটিং লাইনআপে আছেন ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।

নিউজিল্যান্ড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল রোর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।