
খেলা ডেস্কঃ পৃথিবীতে ফুটবলপ্রেমী মানুষের সংখ্যাকম নয়। বাংলাদেশ এখনো বিশ্বকাপ না খেলতে পারলেও এদেশে রয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা একনিষ্ঠ সমর্থক। তাই লিভারপুর-রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লীগ ফাইনলা মানে নতুন উত্তেজনা। বাংলাদেশসহ বিশ্বে প্রায় ৪০ কোটি দর্শক টিভি সেটের সামনে বসেছিলেন এ ফাইনাল ম্যাচের অপেক্ষায়।
টিভিতে ফাইলান ম্যাচ শুরুর নির্ধারিত সময়ে পেরিয়ে গেলেও তা শুরু হতে বিলম্ব হয়েছে। ম্যাচের শুরুর নির্ধারিত সময়ে টেলিভিশন স্কিনে দেখা গেল ১৫ মিনিট বিলম্বের নোটিশ, কারণ হিসেবে বলা হল স্টেডিয়ামে ঢুকতে দর্শকদের দেরি হচ্ছে তাই।
কিন্তু ১৫ মিনিট নয় ৩৬ মিনিট পরে শুরু হয় চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল ম্যাচটি।
ফ্রান্সের ভেন্যু স্তাদে ডি, চ্যাম্পিয়ন্স লীগের ফাইনলা ম্যাচের ভেনুতে আগে কখনো এমন লক্ষ্য করা যায়নি।
ভেনুটিতে প্রায় ৮০ হাজার দর্শকদের খেলার দেখার সুযোগ ছিল, কিন্তু নিরাপত্তাকর্মীদের পেরিয়ে আসাই ছিল কঠিন। তাতে দর্শকদের সাথে বিবাদে জড়ায় নিরাপত্তাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ার শেল ছোরে পুলিশ।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ও ছবিতে দেখা যায়, দর্শকদের লম্বা লাইন স্টেডিয়ামের বাহিরে, তৈরী হয়েছে বিশৃঙ্খলা।
দর্শকরা দাবি করেন, ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আগেই আমরা স্টেডিয়াম প্রাঙ্গনে এসেছি, কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি।
এ ঘটনায় মর্মাহত হয়ে বিবৃতি দিয়েছে লিভারপুর, ”স্টেডিয়ামে ঢোকা নিয়ে আজ যা হয়েছে তাতে আমরা সত্যিই হতাশ। নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে পড়েছে একটা সময়ে। লিভারপুর ভক্তরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তা কাম্য নয়।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা ইউয়েফা। তারা বলেছে, ” যারা এ ঘটনায় দুঃখ পেয়েছেন, তাদের প্রতি সহমর্মীতা রইল। আমরা দ্রুত বিষয়টি তদন্তের আহ্বান জানাই ফরাসী পুলিশ ও কর্তৃপক্ষকে।
“খেলার আগে লিভারপুল সমর্থকদের যে গেট সেখানে টিকিট চেক করার বুথে অনেকেই জড়ো হয়েছিল যাদের হাতে ছিল ভুয়া টিকিট এবং সেটা মেশিনে রিড করেনি।”
“এটা একটা হট্টগোল তৈরি করেছে মাঠে ঢোকার মুখে। যে কারণে ৩৫ মিনিট দেরি করা হলো এবং এমন ব্যবস্থা তৈরি করতে হলো যাতে যাদের কাছে আসল টিকিট আছে তারা ঢুকতে পারেন স্টেডিয়ামে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, মাঠে খেলা শুরু হওয়ার পরেও আরও অনেকে মাঠে ঢোকার চেষ্টা করেন। তখন পুলিশ টিয়ার গ্যাস দিয়ে তাদের স্টেডিয়ামে ঢুকতে বাধা দেয়।”
ফরাসী পুলিশ নির্ধারিত সময়ের বিশ মিনিট আগে একটি টুইট করে অনুরোধ জানায় যাতে কোনও সমর্থক জোর করে ঢোকার চেষ্টা না করে।
কিন্তু দেখা যায় খেলার সময় চলে আসার পরেও অনেক সিট ফাঁকা।
বাইরে বিশৃঙ্খল পরিবেশ, কেউ কেউ প্রাচীর বেয়ে ওঠার চেষ্টা করেছে কেউ কেউ নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে ঢোকার চেষ্টা করছে।
সেখানে দাঙ্গা পুলিশও ছিল।
লিভারপুলের ফুটবলাররা প্যারিসের স্থানীয় সময় আটটা ছয় মিনিটে মাঠে নামে তখন মাঠের বড় স্ক্রিনে দেখা যায় সমর্থকদের ঢুকতে দেরি হওয়ায় খেলা শুরু হতে দেরি হচ্ছে।
ফরাসী পুলিশ বলছে, অনেকে ভুয়া টিকিট নেয়ার চেষ্টা করলে সেখানে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং আসল টিকিট পাওয়াদের ঢোকার ব্যবস্থা করে দেয়।
তারা আরও যোগ করেছে ‘তেমন কোনও ঝামেলা ছাড়াই’ অনেক মানুষ সরিয়ে দিতে সক্ষম হয়েছিল পুলিশ।
যদিও লিভারপুলের ফ্যানজোন কোর্স ডি ভিনসেন থেকে ৫০০ মানুষ সরিয়ে নেয়ার ঘটনা ঘটেছে, শহরের অন্য ফ্যানজোনেও তেমন কোনও বড় ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে পুলিশ যেখানে সমর্থকরা জড়ো হয়ে বড় পর্দায় খেলা দেখেছে।
একেবারেই অযৌক্তিক একটা পরিস্থিতি
বিবিসির সাংবাদিক নিক প্যারোট ছিলেন মাঠের ঠিক বাইরে তিনি বিবিসি রেডিও ফাইভের লাইভে বলেন, “জীবনে প্রথমবার আমি মরিচের গুঁড়ো ছেটাতে দেখলাম। আমি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগেও এসেছি কিন্তু এমন পরিস্থিতি তৈরি হতে দেখিনি।”
“আমি গেট ওয়াইয়ের বাইরে ছিলাম। এটা একবার খোলা হচ্ছিল ও বন্ধ করা হচ্ছিল এক দেড় ঘণ্টা ধরে। কিন্তু কাউকেই ভিতরে যেতে দেখিনি এসময়। সেখানে নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে মরিচের গুঁড়ো ছেটালো।”
স্থানীয় সময় আটটা বিশ মিনিটের দিকে ফাইনালের আগের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। প্যারিসের সময় অনুযায়ী আটটায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।
ফুটবল সাপোর্টার্স ইউরোপ নামে একটি সংগঠন থেকে ম্যাচ শুরুর দশ মিনিট পরে বলা হয়, “এখনো হাজারো সমর্থক গেটের বাইরে আটকে আছে। একেবারেই অযৌক্তিক একটা পরিস্থিতিতে শান্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন তারা।”
“আজ যা হলো তাতে সমর্থকদের মোটেও কোনও দায় নেই।”
বিবিসি স্পোর্টের জন ওয়াটসন মাঠ থেকে জানান, “খেলা শুরু হওয়ার ঘন্টা খানেক আগে থেকেই শত শত লিভারপুল সমর্থকদের দেখেছি লাইনে দাড়িয়ে আছেন। কিন্তু তাদের ঢুকতে দেয়া হচ্ছিল না তখন।”
“মাঠে বলা হচ্ছিল সমর্থকরা আসতে দেরি হওয়ায় খেলা শুরু হতে দেরি হচ্ছে যা দেখে আমি হতভম্ব আসলে।”
লিভারপুলের ওয়েস্ট ডার্বির এমবি ইয়ান বাইর্ন টুইটারে লিখেছেন, “এটা আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা।”
তিনি এমন পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থার জন্য ইউয়েফাকে দায়ি করছেন।”
তিনি যোগ করেন, “আশা করছি কোনও সমর্থক আহত হননি বা কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি কারও।”
সংবাদমাধ্যম ডেইলি মেইলের ডমিনিক কিং বিবিসি রেডিও ফাইভ লাইভে বলেছেন, তিনি সমর্থকদের সাথে কথা বলছিলেন।
“এটা কেন হলো জানি না। কোনও ধরনের উৎপাত বা সহিংসতা দেখিনি সমর্থকদের মধ্যে। সেখানে কর্তৃপক্ষ যেই ব্যবহারটা তাদের সাথে করছিল তারা অবাক হয়ে দেখছিলের।”
বিবিসি রেডিও ফাইভ লাইভে কথা বলেন লিভারপুলের সমর্থক টাইলার তিনি এক হাজার পাউন্ড খরচা করে টিকিট কিনেছিলেন।
“আমি ৪৫ মিনিট আগে সেখানে যাই এবং দেখি আমাদের যেখানে ঢোকার কথা সেখানে লোকে লোকারণ্য।”
এই ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল রাশিয়ার সেইন্ট পিটার্সবুর্গে, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর ভেন্যু বদল করা হয়।