ডাঃ মোঃ আল-আমীন,
চড়–ই পাখীর কিচির মিচির
ঝি ঝি পোকার বিয়ে,
কোকিল পাখী ডিম পেড়েছে
কাকের বাসায় গিয়ে।
বাবুই পাখী বড় মেকার
তালের পাতায় বাসা,
বক পাখীটি ফান্দে পড়ে
হলো মরণ দশা।
ডালিম গাছে বাসা বেঁধে
টুন টুনি ডিম পাড়ে
তাই না দেখে বিড়াল মশাই
সকাল বিকাল ঘোরে।