ক্রাইম পেট্রোল বিডি ডেস্কঃ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। দলের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের মধ্যেই বুধবার দুপুরে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশের পিকআপ ভ্যানে আগুন দিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এদিকে বিএনপি নেতাকর্মীরা বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন।
তিনি বলেন, পুলিশ শুধু তাদের রাস্তায় থেকে সরে যেতে বলেছিল, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে। কিন্তু তারা হঠাৎ পুলিশের ওপর হামলা করে। পরে আমাদের (পুলিশের) ২টি গাড়ি পুড়িয়ে দেয়। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহতও হয় বলে জানান তিনি।
ওদিকে ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন পুলিশ বিনা উসকানিতে মনোনয়ন ফরম নিতে আসা বিএনপি নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে নির্বাচন কমিশন পুলিশ দিয়ে এ হামলা চালাচ্ছে। আমরা শান্তির পক্ষে। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেব।
এক নজরে সংঘর্ষের চিত্র –

লাঠি হাতে মিছিল করছেন বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা

সংঘর্ষ চলাকালে পুলিশের পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা

বিএনপি নেতাকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন পুলিশ

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অ্যাকশন

আহত একজনকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

পুলিশের গাড়ির ওপর এক বিএনপি সমর্থকের প্রতিবাদ

আগুনে জ্বলছে পুলিশের আরও এক পিকঅ্যাপ

সংঘর্ষ চলাকালে আহত এক নারী

আগুনে জ্বলছে পুলিশের পেট্রোলকার


