ছবিতে মিস ইউনিভার্স

বিনোদন ডেস্ক : ২৯ জানুয়ারি ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হয়েছে মিস ইউনিভার্স ২০১৬-এর মূল পর্ব।  মিস ফ্রান্স ইরিস মিতেনায়েরের মাথায় উঠেছে সেরার মুকুট। ২৪ বছর বয়সি, মিস ইউনিভার্স  ইরিস মিতেনায়ের ফ্রান্সের রাজধানী প্যারিসের বাসিন্দা।  বর্তমানে ডেন্টাল সার্জারি নিয়ে পড়াশোনা করছেন।  তিনি মিস ইউনিভার্স প্ল্যাটফর্মটি ব্যবহার করে ডেন্টাল এবং ওরাল হাইজিন বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দিতে চান।

মিস ইউনিভার্স ইরিস মিতেনায়েরকে নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।