
মুক্তি পেয়েছে কোয়েলের নতুন সিনেমা ‘ফ্লাইওভার’। ‘ফ্লাইওভার’ সিনেমায় বিদিশা নামে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল মল্লিক। সাংবাদিক ট্রাফিক ভায়োলেশন নিয়ে কাজ করতে গিয়ে নিজেই ফেঁসে যান খুনের দায়ে। তারপর কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করে সাংবাদিক বিদিশা তা নিয়েই গল্প। রহস্য, থ্রিলারে জমজমাট সিনেমাটি প্রেক্ষাগৃহে ইতোমধ্যে বেশ আলোড়ন তুলেছে।
সম্প্রতি এই সিনেমাটির প্রচারে এক সাক্ষাৎকারে কয়েল জানায় তার ছেলেবেলার স্মৃতি। প্রতিরাতে কীভাবে মজার গল্প বলার নাম করে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাত তার ভাই।
কোয়েল বলেন, তার ভাই গল্প বলত যে, একটি মেয়ে রাস্তায় বসে হাতে মুখ ঢেকে কাঁদছিল। তা দেখে বাস থেকে একজন নেমে তাকে প্রশ্ন করে ‘তুমি কাঁদছ কেন?’, বেশ কয়েকবার প্রশ্ন করার পর, সেই মেয়েটি মুখ থেকে হাত সরিয়ে বলে, ‘কারণ আমার মুখ নেই!’। রাতের বেলা মজার গল্পের নাম করে ভূতের গল্প শোনালে কেমন লাগে ভাবুন তো একবার? তবে ভৌতিক স্মৃতিচারণাতে ভয় পাননি কোয়েল; বরং মুখে ছিল মিষ্টি হাসি।