ছবি পোস্টের ভুল তারিখ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : নিজের শপথ অনুষ্ঠানের ভুল তারিখ লেখা ছবি টুইট করলেন মার্কিন প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এ তথ্য জানিয়েছে।

আব্বাস এইচ শিরমোহাম্মদি নামের এক ফটোগ্রাফার ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে জনসমাগমের একটি ছবি তার কাছে পাঠান। পরের দিন ট্রাম্প টুইটারবার্তায় লেখেন, ‘গতকাল একটি ছবি পেয়েছি যেটি হোয়াইট হাউজের সাংবাদিক সম্মেলন কক্ষে টানানো হবে। ধন্যবাদ আব্বাস।’ ওই বার্তার সঙ্গে ট্রাম্প ছবিটিও পোস্ট করেছেন। পোস্ট করার কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়ে যায়। কারণ  ছবিটির ক্যাপশনে লেখা ছিল ‘ প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের শপথ অনুষ্ঠান, ২১ জানুয়ারি ২০১৭।’ অথচ ট্রাম্পের শপথ অনুষ্ঠান ছিল ২০ জানুয়ারি।

ব্যবহারকারীরা ভুলটি ধরি দেয়ার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট থেকে পরে ছবিটি সরিয়ে নেয়া হয়।

প্রসঙ্গত, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পরের দিন অনুষ্ঠানস্থলের গনজমায়েতের ছবি প্রকাশ করে মার্কিন গণমাধ্যম । এর পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম শপথ অনুষ্ঠানের ছবিও প্রকাশ করা হয়। মার্কিন গণমাধ্যমগুলো জানায়, ওবামার শপথ অনুষ্ঠানের তুলনায় ট্রাম্পের শপথে উপস্থিতির হার ছিল নগণ্য । এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রাম্প। একে গণমাধ্যমের‘অসত্য তথ্য পরিবেশন’ উল্লেখ করে সাংবাদিকদের অসৎ বলে মন্তব্য করেন নয়া মার্কিন প্রেসিডেন্ট।