বিশ্ববাজারে ঝুঁকিপূর্ণ সম্পদের প্রতি অনীহা বাড়তেই ছয় মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বিটকয়েনের মূল্য। ফেডারেল রিজার্ভ ডিসেম্বরের বৈঠকে সুদের হার কমাবে এমন আশার অবসান ঘটায় শুক্রবার (১৪ নভেম্বর) বিশ্বব্যাপী ঝুঁকির সম্পদ বিক্রি আরও তীব্র হয়। খবর রয়টার্স
সপ্তাহের শেষ দিনে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বিক্রি কিছুটা কমলেও বাজারজুড়ে ছিল অস্থিরতা। ৪৩ দিনের রেকর্ড দীর্ঘ শাটডাউনের পর সরকার পুনরায় চালু হওয়ায় আগামী সপ্তাহে প্রকাশ হতে যাওয়া গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্যকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নেন বিনিয়োগকারীরা।
ওয়াশিংটনভিত্তিক মনেক্স ইউএসএর ট্রেডিং পরিচালক জুয়ান পেরেজ বলেন, ইক্যুইটি বাজার ভালো গেলে বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টো সাধারণত গতি পায়। তাই এখনও অন্যান্য খাতে অস্থিরতা দেখা দিলে বিটকয়েন বিকল্প নিরাপদ আশ্রয় হয়ে ওঠেনি। ঝুঁকি নেয়ার আগ্রহ কমলে তার প্রভাব ক্রিপ্টো বাজারেও পড়ে।
সাম্প্রতিক দিনে ফেডের সম্ভাব্য সুদ কমানোর প্রত্যাশা দ্রুত কমে আসায় ঝুঁকিপূর্ণ সম্পদে চাপ বেড়েছে। ফেডের নীতি নির্ধারণী কমিটির ভোটিং সদস্য, কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ্রি শমিড শুক্রবার জানান, মুদ্রাস্ফীতি ‘অতিরিক্ত উত্তপ্ত’ অবস্থায় আছে এবং শুধু শুল্ক নয়, এর বিস্তৃতি আরও বড় ফলে তিনি দ্রুত সুদ কমানোর পক্ষপাতী নন।
এখন বাজার ডিসেম্বর মাসে সুদ কমানোর সম্ভাবনা মাত্র ৪০ শতাংশ ধরে নিচ্ছে যা এই মাসের শুরুতে ছিল ৯০ শতাংশ এবং চলতি সপ্তাহের শুরুতে ছিল ৬০ শতাংশের ওপরে।
শুক্রবার দুপুরে বিটকয়েন ২.৩ শতাংশ কমে দাঁড়ায় ৯৬ হাজার ৫৬৪ ডলারে। এর আগে এটি নেমেছিল ৯৫ হাজার ৮৮৫ ডলারে যা মে মাসের ৭ তারিখের পর সর্বনিম্ন। ইথারও দিনের শুরুতে ১০ দিনের সর্বনিম্ন স্পর্শ করলেও পরে ৩ হাজার ১৭৫ ডলারের কাছাকাছি স্থিতিশীল ছিল।
রোজেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠাতা ডেভ রোজেনবার্গ বলেন, বিটকয়েন এখন আনুষ্ঠানিক বেয়ার মার্কেটে মাত্র এক মাসের সামান্য বেশি সময়ে এর দর পড়েছে ২০ শাতংশ। তিনি জানান, শুধু বৃহস্পতিবারেই ইটিএফ থেকে ৮৭০ মিলিয়ন ডলার সমপরিমাণ রিডেম্পশন হয়েছে।
৭ অক্টোবর বাজার সর্বোচ্চে পৌঁছানোর পর থেকে ক্রিপ্টো মার্কেট থেকে উধাও হয়ে গেছে ১ ট্রিলিয়ন ডলারের বেশি, যা মোট বাজারমূল্যের প্রায় ২৪ শতাংশ।
ক্রিপ্টো গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, দীর্ঘমেয়াদি বিটকয়েন ধারকেরা ব্যাপক হারে লাভ তুলে নিচ্ছেন। ক্রিপ্টোকোয়ান্টের হিসেবে গত ৩০ দিনে এসব বিনিয়োগকারী ৮১৫ হাজার বিটকয়েন বিক্রি করেছেন যা জানুয়ারি ২০২৪-এর পর সর্বোচ্চ।


