ছাতকের বিতর্কিত সেই ওসিকে হবিগঞ্জে বদলি

সুরমা নৌপথে ব্যাপক চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জের ছাতক থানার ওসি মুখলেছুর রহমান আকন্দকে হবিগঞ্জে বদলি করা হয়েছে।

১২ আগস্ট পুলিশের সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার ছাতক থানার এই বিতর্কিত ওসিকে জনস্বার্থে ছাতক থানা থেকে হবিগঞ্জ জেলায় বদলি করা হয়।

সিলেট রেঞ্জ বাংলাদেশ পুলিশ সিলেটের ডিআইজি মো. মুশফেকুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ছাতক থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দেন মোখলেছুর রহমান আকন্দ।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সুনামগঞ্জ জেলার ছাতকে যোগ দেওয়ার পর থেকে নৌপথে অবৈধভাবে বালু লুটপাট ও টিলা কাটাসহ মাসোহারা, মোটা অঙ্কের ঘুষ বাণিজ্য, সীমান্তে চোরাচালান, সড়ক ও নৌ পথে চাঁদাবাজি নিয়ে ব্যস্ত থাকতেন। এই থানায় যোগদানের পর থেকে টাকা ছাড়া কোনো মামলা রেকর্ড করা হয়নি।

গরু চুরি, গাড়ি চুরি, হামলা, মামলা, গ্রেফতার, আওয়ামী লীগের দোসরের সঙ্গে লিয়াজোঁ করে গ্রেফতারের নামে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এছাড়া নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ছাতক থানার এই ওসি।

ছাতক দোয়ারাবাজারে জোনের সার্কেল সিনিয়র এএসপি আব্দুল কাদের বৃহস্পতিবার সকালে বলেন, মোখলেছুরকে ১২ আগস্ট ছাতক থেকে হবিগঞ্জ জেলায় বদলি করা হয়।