নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরো ১৩ জনের একদিন করে রিমান্ড দেওয়া হয়েছে।
একদিনের রিমান্ডে যাওয়া ১৩ আসামি হলেন- মোহাম্মদপুর ৩৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কামাল পাটোয়ারী, অসিম মাহমুদ, শামীম হোসেন, সাজেদ আহমেদ, শাহজাহান, সাইদুর রহমান মিন্টু, খলিল উল্লাহ, এস এম মিজানুর রহমান, স্বপন ভূঁইয়া, মোল্লা ফয়সাল আহসান, শাওন, শামসুল আলম ও জাহিদুল হক জাহিদ।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আবদুল হান্নান পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দিন রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। আসামিপক্ষে সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবা, জিয়াউদ্দিন জিয়া, হেলাল উদ্দিন প্রমুখ আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আসামিদের জামিন প্রার্থনা করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ‘গতকাল আমাদের নেত্রীর (খালেদা জিয়ার) একটি মামলায় রায়ে সাজা হয়েছে। এর প্রতিবাদে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। তারা ভাঙচুর বা নাশকতার কিছু করেনি। পুলিশ তাদের ধরে এনে রিমান্ড চেয়েছে। এখানে রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই। আমরা তাদের রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করছি।’
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রাজীব আহসানের পাঁচ দিন এবং অপর ১৩ আসামির একদিন করে রিমান্ডের আদেশ দেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে নয়াপল্টন কার্যালয়ের পশ্চিম পাশে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করলে তাদেরকে আটক করা হয়।


