ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাম্য ও মানবিক দেশ গড়ার প্রত্যয়

শিক্ষা, ঐক্য ও প্রগতি-এ তিন মূলনীতি ধারণ করে গঠিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সংগঠনটির উদ্যোগে বিভিন্ন স্থানে সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, কেক কাটা, র‌্যালি, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে বক্তারা বলেন, মেধাবী তরুণদের নিজ নিজ প্রতিভা বিকাশের সুযোগ প্রদান এবং ছাত্রদের ন্যায়সঙ্গত সব দাবির পক্ষে ছাত্রদল কাজ করছে, আগামীতেও করবে। সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করা হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান :

গৌরনদীতে শোভাযাত্রা শেষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইসমাইল সরদার, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইত্তেসাম পারভেজ, যুগ্ম-আহ্বায়ক রাকিব হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য জোবায়ের আল মাহমুদ, জাফর আহম্মেদ প্রমুখ।

রূপগঞ্জে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ। সভায় বক্তব্য দেন তারাব পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু মো. মাসুম, তারাব পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক কাজী আহাদ।

বগুড়ায় জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর ইসলাম পলাশের পরিচালনায় বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা।

রাজশাহীতে কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, সদস্য সচিব মামুন অর রশিদ, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সহসভাপতি তরিকুল ইসলাম কনক।

ফরিদপুরে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইউসুফের সভাপতিত্বে সভা হয়েছে। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আদনান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী আনোয়ার পাশা।

সিরাজদিখানে মালখানগর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল ও মালখানগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শোভাযাত্রা হয়েছে। পরে সভায় বক্তব্য দেন আজিজুল হক খান, সোহেল আহম্মেদ রানা, মো. খোরশেদ আলম, মো. ইকবাল হোসেন, মহিউদ্দিন আহম্মেদ ও আবু কালাম আবু।

সোনারগাঁয়ে অনুষ্ঠানে নেতৃত্ব দেন উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া। বক্তব্য দেন সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা শাহজালাল আহমেদ, সিফাত আদনান, শাহাদাত হোসেন রনি, আশিকুর রহমান।

ময়মনসিংহে র‌্যালিতে ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রুকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুলন, সাধারণ সম্পাদক রায়হান করিম হলুদ।

সিলেটে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আশরাফ গাজী, মহানগর বিএনপির সহঅর্থ সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

শেরপুরে জেলা ছাত্রদলের সভাপতি মো. নিয়ামুল হাসান আনন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলের সঞ্চালনায় সভা হয়েছে। সভায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।

সিংগাইরে র‌্যালিতে অংশ নেয় উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ওমর ফারুক মোন্না ও সাবেক সদস্য সচিব মিল্টন মাহমুদের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল হাসান, রফিকুল ইসলাম, রবিউল আলম, আবু মোহাম্মদ টিটু।

পটুয়াখালীতে র‌্যালিতে অংশ নেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল সিকদার যুগ্ম আহ্বায়ক, জুহাস সঞ্চালনায় যুগ্ম আহ্বায়ক প্রিন্স আহমেদ।

চন্দনাইশে বক্তব্য দেন দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ফয়সাল সিকদার সোহান, আবদুল্লাহ আল নোমান জিহাদ, উপজেলা ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম, আবদুল্লাহ আল ফাহিম।

কিশোরগঞ্জে রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. ইসরাইল মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া।

হবিগঞ্জে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। ছাত্রদল সাধারণ সম্পাদক জিললুর রহমানের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন সেলিম, সৈয়দ মুশফিক আহমেদ।

নেত্রকোনায় র‌্যালিতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সিনিয়র সহসভাপতি তৌফিক খান মিল্কী, সহসভাপতি রায়হান ফারাস বাপ্পী উপস্থিত ছিলেন।

ভালুকায় সমাবেশে বক্তব্য দেন মলি­কবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ধীতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর হোসাইন, মেদুয়ারী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিহাদুল ইসলাম ইলিয়াস, ভালুকা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান তুষার।

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এমরান হোসেন সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুর উদ্দিন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, সদস্য বেলায়েত হোসেন স্বপন, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সহ-সভাপতি মমিনুল হক, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

ফেনীতে সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। সমাবেশে বক্তব্য দেন ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

কুড়িগ্রামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলার বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান, সম্পাদক হাসান জোবায়ের হিমেল।

তারাগঞ্জে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল ও সদস্য সচিব আখতারুজ্জামান শুভর নেতৃত্বে র‌্যালি হয়েছে। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহকর্ম বিষয়ক সম্পাদক রাসেল মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল আহসান খান বাবু।

চিলমারীতে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াকুব সাদ্দার সাক্ষর, সদস্য সচিব মিনহাজুল ইসলাম।

চরভদ্রাসনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন মোল্যা শুভ। প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদল প্রতিষ্ঠাতা সভাপতি এজিএম বাদল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সাবেক ছাত্রদল সভাপতি আরমান আলী শিকদার। সভাটি সঞ্চালনা করেন উপজেরা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোবারক হোসেন।

চিতলমারীতে র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপি নেত্রী রুনা গাজী, উপজেলা বিএনপির আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, বিএনপি নেতা মোল্লা মোহাম্মাদ আব্দুল্লাহ।

পাবনার সুজানগরে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শেখ কাউসার মাহমুদের সভাপতিত্বে সভা হয়েছে। জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ।

চাটখিলে র‌্যালি শেষে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য দেন চাটখিল কামিল মাদ্রাসা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ খন্দকার, ছাত্রদল নেতা মুরাদ, ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচএম নবী বাবু, সাবেক ছাত্রদল নেতা মোজাম্মেল হক লাল্টুসহ।

পঞ্চগড়ে জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের সভাপতিত্বে আলোচনায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবার রহমান বক্তব্য দেন।

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকতার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন। মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।

চাঁদপুরে র‌্যালির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল্লাহ সেলিমসহ নেতারা উপস্থিত ছিলেন। জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী সঞ্চালনা করেন।

রাঙামাটিতে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক মো. আলী বাবার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সভাপতি আবু সাদাত মো. সায়েম, জেলা ছাত্রদলের সভাপতি মো. ফারুক আহমেদ সাব্বির, সম্পাদক আলী আকবর সুমন।