নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে মন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে গাজীপুর সদর সার্কেলের এডিশনাল এসপি শাখাওয়াত হোসেন, পরিদর্শক সাখাওয়াত হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সৌরভসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অনিক সরকারসহ ১২ জনকে আটক করেছে।
আহত অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, দুপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর অনুষ্ঠান ও শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি সজীব হোসেন সবুজ ও তার সমর্থিত ছাত্রলীগের একাংশ কলেজে ছাত্রসংসদের নির্বাচন দাবি করেন। মন্ত্রী অনুষ্ঠানে নির্বাচন দেওয়ার আশ্বাসও দেন।
অনুষ্ঠান শেষে তিনি চলে যাবার সময় ছাত্রলীগের কলেজ শাখার সভাপতির সমর্থকরা মন্ত্রীর গাড়ি গতিরোধ করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভের পক্ষের নেতা-কর্মীরা বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং পুলিশ প্রহরায় মন্ত্রীর গাড়ি এলাকা ত্যাগ করে।
একপর্যায়ে তারা ক্যাম্পাসে গিয়ে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ কার্যালয় এবং শিক্ষক মিলনায়তনসহ কলেজ ক্যাম্পাসে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাখাওয়াত হোসেন আরো জানান, সরকারি কাজে বাধা ও মন্ত্রীর গাড়ি অবরোধের অভিযোগে ঘটনাস্থল আশপাশের এলাকা থেকে ছাত্রলীগ কর্মী আনিসুজ্জামান অনিক সরকার, শেখ আশরাফুল, মামুন, ইলিয়াস রুমন, লিয়াকত হোসেন, হাসান শাহরিয়ার সুমন, আব্দুল আলী, মো. ইয়াসিন হোসেন, আল ফাহাদ, রাফিজুল ইসলাম আবির, সোহেল রানা, মামুনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ছাত্রলীগের কালেজ শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সৌরভ জানান, মন্ত্রী চলে যাওয়ার সময় ছাত্রসংসদ নির্বাচনের দাবি জানিয়ে বহিরাগতরা মন্ত্রীর গাড়ি আটকে রাখে। পরে পুলিশের সহযোগিতায় তার গাড়ি ছাড়িয়ে নিতে গেলে তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর চড়াও হন। এ সময় তাদের হামলায় তিনিসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন। আহতরা শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ছাত্রলীগের কালেজ শাখার সভাপতি সজীব হোসেন সবুজ জানান, সাধারণ শিক্ষার্থীরা সংসদ নির্বাচন চেয়ে মন্ত্রীর গাড়ির সামনে অবস্থান নিলে কলেজের প্রাক্তন ভিপি আফজাল হোসেন রিপন সরকার ও তার সমর্থকরা গিয়ে তাদের সাথে বাক-বিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর জেরিনা সুলতানা জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর কাছে শিক্ষার্থীদের একাংশ ছাত্রসংসদ নির্বাচন ও বাসের দাবি জানান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে কলেজ শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসে গিয়ে মিছিল বের করে এবং তার কক্ষের জানালা, টিভি এবং টেবিলের কাঁচ ভাঙচুর করেছে।


