
দরজায় কড়া নাড়ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন। সরগরম তাই ছাত্র রাজনীতির মাঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে পদপ্রত্যাশী নেতাকর্মীরা ভিড় করছেন। শোভা পাচ্ছে ব্যানার-ফেস্টুন। চলছে নেতৃত্ব নির্বাচনে নিজেকে এগিয়ে রাখার নীরব লড়াই। আগামী ৬ ডিসেম্বর দীর্ঘ ৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন। করোনাকালে মানবিক কাজে মাঠে থাকা নেতাদের পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও হেফাজতে ইসলামের তাণ্ডব প্রতিরোধে সক্রিয় থাকা অনেকেই পদ পাওয়ার ব্যাপারে আশাবাদী।
আওয়ামী লীগ নেতারা বলছেন, ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত প্রার্থীরাই আসবেন ছাত্রলীগের নেতৃত্বে।
২০১৮ সালের মে মাসে হয়েছিল সংগঠনের সর্বশেষ ২৯তম জাতীয় সম্মেলন। দুই বছরের মেয়াদ শেষে সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা গড়িয়েছে চার বছরে। এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পাওয়ার দৌড়ে আছেন অর্ধশত প্রার্থী।
করোনাকালে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে মানবিক সহায়তা নিয়ে যারা মাঠে ছিলেন, তারা দলীয় মূল্যায়নের প্রত্যাশায় রয়েছেন। আর কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও হেফাজতে ইসলামের তাণ্ডব প্রতিরোধে সক্রিয় থাকা অনেকেই পদ পাওয়ার ব্যাপারে আশাবাদী।
জাতীয় নির্বাচনকে সমানে রেখে বিরোধী শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলায় সক্ষম নেতৃত্বের প্রত্যাশা নেতাকর্মীদের। বিতর্কিতরা যেন কোনোভাবেই পদ না পায়, আগে থেকেই সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ ছাত্রলীগের সাধারণ কর্মীদের।
পদ পাওয়ার বয়সসীমা, করোনা পরিস্থিতিসহ নানা কারণে বয়স বাড়ানো হবে কি-না, তা নির্ভর করছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ওপর। আর ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতারা বলছেন, ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্য নিয়মিত ছাত্রের পাশাপাশি পারিবারিকভাবে আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা আসতে পারেন ছাত্রলীগের নেতৃত্বে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, যাদের ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্যতা থাকবে; সেই সঙ্গে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে পরিপক্বতা থাকবে এবং ভালো সংগঠক হবে; সেই সঙ্গে যাদের পরিবার আওয়ামী পরিবারের সঙ্গে সম্পৃক্ত, এমন কাউকে নেতৃত্বে নিয়ে আসা হবে।
এছাড়া পদ-পদবিতে অনুপ্রবেশ ঠেকাতে এবার আরও সতর্ক অবস্থানে আছেন ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা।