ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উপকমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : সম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১৭টি উপকমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে উপকমিটি গঠন করে তার তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। গঠিত ১৭টি উপকমিটিতে সাক্ষর করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। আগামী ২৫ এপ্রিলের মধ্যে উপকমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।