
জ্যেষ্ঠ প্রতিবেদক : বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক, গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।
তিনি বলেন, প্রয়াত তিনজন বিশিষ্ট ব্যক্তির জন্য মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক, সুন্দরগঞ্জের এমপি গোলাম মোস্তফা আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর সভাপতি, চট্টগ্রাম সিটির সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্মরণে এই শোক প্রস্তাব মন্ত্রিসভায় গৃহিত হয়। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।