
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী থানা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আব্দুর রহমান (৪০) নামের এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পল্লবী থানার দক্ষিণ পার্শ্বের একটি সড়কে এ ঘটনা ঘটে।
আহত আব্দুর রহমান পল্লবীর ১০/এ নম্বর সেকশনের জুট পল্লিতে থাকেন।
জানা গেছে, সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাসা থেকে বের হন আব্দুর রহমান। পায়ে হেটে পল্লবী থানার দক্ষিণ পার্শ্বের একটি রাস্তার শেষ মাথায় গেলে কয়েকজন যুবক তাকে ঘিরে ফেলে। তারা তার সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন।
এরপর ছিনতাইকারীরা আব্দুর রহমানের পেটের বাম পাশে ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আব্দুর রহমানের বোন সায়েরা খাতুন আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আব্দুর রহমানকে চিকিৎসা দেওয়া হচ্ছে।