ছিনতাইকারীর মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ছিনতাইকারীর মোটরসাইকেলের আঘাতে গুরুতর আহত ঊষা চন্দ্র দাস (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহত ঊষা চন্দ্র উপজেলার বেতুয়া গ্রামের সৌমিত্র চন্দ্র দাসের ছেলে। তিনি কালীগঞ্জ বাজারে মাছের ব্যবসা করতেন।

কালীগঞ্জ ডায়াগনেস্টিক সেন্টার এন্ড হাসপাতালের সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বড়নগর রোড়ের ওই হাসপাতালের ভেতরে জনৈক আওলাদ (৩২) তার মোটরসাইকেলটি রেখে ডাক্তারের কাছে যান। পরে তিন যুবক বিকল্প চাবি দিয়ে তালা খুলে মোটরসাইকেলটি নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় কালীগঞ্জ বাজারগামী একটি ইজিবাইককে ধাক্কা করে। এতে ইজিবাইকটি সামনের দোকানের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় ইজিবাইকের যাত্রী ঊষা চন্দ্র দাস গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

মোটরসাইকেল ছিনতাইয়ের ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ তারা পাননি।