
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- রানা (২২), রাকিব (১৮) ও সোহাগ (১৯)।
শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ফার্মগেট এলাকায় ছিনতাই করার সময় হাতেনাতে তাদের আটক করে তেজগাঁও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি ছুরি উদ্ধার করা হয়।’
মাসুদুর রহমান আরো বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা ছিনতাই করে আসছিল। তারা মোবাইল টাকা পার্টির সক্রিয় সদস্য বলেও স্বীকারোক্তি দিয়েছে।’